World's Polluted Cities: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, কলকাতা কত নম্বরে জানলে আঁতকে উঠবেন!

Aug 18, 2022, 12:14 PM IST
1/5

দূষিত দিল্লি

World's Polluted Cities 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। আর তার ঠিক পরই রয়েছে কলকাতা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা। তালিকায় আছে মুম্বইও। মুম্বই রয়েছে বিশ্বের দূষিত শহর তালিকায় ১৪ নম্বরে।

2/5

দূষিত কলকাতা

World's Polluted Cities 1

দিল্লি, কলকাতা, মুম্বই- এই তিন শহর ছাড়া প্রথম কুড়ির তালিকায় আর কোনও শহর নেই। বিশ্বের মোট ৭০০০ শহরকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। বাতাসে ভাসমান ধূলিকনা PM ২.৫-এর ঘনত্বের মাপকাঠির নিক্তিতেই শহরগুলির দূষণমাত্রা মাপা হয়। 

3/5

কোন শহরে কত দূষণ মাত্রা

World's Polluted Cities 3

তাতেই দেখা যায় যে দক্ষিণ-পূর্ব এশিয়া, সাহারা আফ্রিকা ও লাতিন আমেরিকার শহরগুলিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি। দিল্লিতে দূষণমাত্রা ১১০। কলকাতায় ৮৪। 

4/5

দূষিত ঢাকা-করাচিও

World's Polluted Cities 4

এরপর পড়শি বাংলাদেশের ঢাকার দূষণমাত্রা ৭১.৪। ঢাকা আছে পঞ্চম স্থানে। অন্যদিকে পাকিস্তানের করাচির দূষণমাত্রা ৬৩.৬। করাচিও রয়েছে প্রথম দশের মধ্যেই। 

5/5

শীর্ষে সাংহাই

World's Polluted Cities 5

তবে PM ২.৫-এর মাত্রা দিল্লি-কলকাতায় বেশি হলেও, ভারতের কোনও শহরের বাতাসেই ক্ষতিকর নাইট্রাস অক্সাইডের মাত্রা বিপজ্জনক নয়। এদিক দিয়ে শীর্ষে রয়েছে চিনের সাংহাই শহর।