লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকল পুলিস! রণক্ষেত্র দমদম সেন্ট মেরি স্কুল

Jun 12, 2020, 12:30 PM IST
1/5

ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদম সেন্ট মেরি স্কুল। লাথি মেরে স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকল পুলিস।

2/5

অভিভাবকদের অভিযোগ, এই লকডাউনের মধ্যেও স্কুল কর্তৃপক্ষ ফি বৃদ্ধি করেছে। লকডাউনের ফলে অনেকের রোজগার কমে গেছে তাই ফি বৃদ্ধির বিরুদ্ধে তারা অবস্থান বিক্ষোভ করছে। এ দিন স্কুলের গেটের বাইরে  প্রতিবাদ জানানোর পর দমদম রোড অবরোধ করে অভিভাবকেরা।

3/5

এরফলে এলাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমদম থানার পুলিস। প্রথমে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন পুলিসকর্মীরা। অভিভাবকদের প্রশ্ন, অনেক আবেদন সত্ত্বেও স্কুলের গেট পর্যন্ত খোলেনি কর্তৃপক্ষ।

4/5

স্কুল কর্তৃপক্ষকে গেট খোলার আবেদন জানালেও তাতে কাজ হয় না। এরপর লাথি মেরে স্কুলের গেটে ভেঙে ভিতরে ঢোকে পুলিস, সঙ্গে ছিলেন অভিভাবকরাও।

5/5

প্রিন্সিপ্যালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। পরে পুলিস তাঁকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ। ঠিক হয়, ২৫ জুন বর্ধিত ফি-র ব্যাপারে সিদ্ধান্ত জানাবে স্কুল কর্তৃপক্ষ।