Dev-Prosenjit Chatterjee: 'কাছের মানুষ দর্শককে অনুপ্রাণিত করবে', প্রকাশ্যে দেব-প্রসেনজিতের লুক

ককপিটে তাঁদের দেখা গিয়েছিল বাবা-ছেলের চরিত্রে, তবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা। দর্শকদের সেই আশা এবার পূর্ণ হবে কাছের মানুষ ছবিতে। প্রথমবার বড়পর্দায় একসঙ্গে বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব।

| Aug 13, 2022, 15:35 PM IST

Dev-Prosenjit, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ককপিটে তাঁদের দেখা গিয়েছিল বাবা-ছেলের চরিত্রে, তবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা। দর্শকদের সেই আশা এবার পূর্ণ হবে কাছের মানুষ ছবিতে। প্রথমবার বড়পর্দায় একসঙ্গে বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব।

1/6

'কাছের মানুষ' লুক

শনিবার প্রথম ‘কাছের মানুষ’ ছবিতে তাঁদের লুক সামনে আনলেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  

2/6

'কাছের মানুষ' লুক

শ্যুটিং চলছে ‘কাছের মানুষ’ ছবির। শনিবার কলকাতায় শ্যুট হচ্ছে ছবির ক্লাইম্যাক্সের। সেখানেই ফ্রেমবন্দি দুই তারকা।  

3/6

'কাছের মানুষ' লুক

প্রসেনজিতের পরনে ছিল সাদা পাজামা ও ছাইরঙা খাদির কুর্তা। অন্যদিকে দেবের পরনে ছিল চেক শার্ট।  

4/6

'কাছের মানুষ' লুক

ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু । দেব ও প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়।  

5/6

'কাছের মানুষ' লুক

ছবিতে প্রসেনজিতের চরিত্রের নাম সুদর্শন ও দেবের চরিত্রের নাম কুন্তল। আগামী ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পাবে ‘কাছের মানুষ’।  

6/6

'কাছের মানুষ' লুক

দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন যে, ‘ককপিট’ ছবির পরে অনেকদিনই ইচ্ছে ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার। ছবির চিত্রনাট্য আমার হৃদয়ের কাছাকাছি আর আমি নিশ্চিত এই ছবি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।’