Dev: বাইকে চড়ে ভোটদর্শনে দেব, তৈরি করলেন 'অন্য উদাহরণ'!

May 25, 2024, 13:03 PM IST
1/8

বাইকে দেবের ভোটদর্শন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেলমেট মাথায় বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব। একজন দায়িত্ববান জনপ্রতিনিধির মত তৈরি করলেন উদাহরণ। 

2/8

বাইকে দেবের ভোটদর্শন

দেবের কথায়, "জনপ্রতিনিধিকেই প্রথম নিয়মটা মানতে হবে। জনপ্রতিনিধি যদি উদাহরণ তৈরি করতে না পারে, তাহলে কী হবে।"  

3/8

বাইকে দেবের ভোটদর্শন

ঘাটালের মনসুকা ঝুমি নদী পেরিয়ে দৌলতচক ৭১ নম্বর বুথে গাড়িতে যাওয়া সমস্যা।   

4/8

বাইকে দেবের ভোটদর্শন

তাই এক দলীয় কর্মীর বাইকে চড়েই ৭১ নম্বর বুথ দৌলতচক প্রাথমিক বিদ্যালয়ের ভো কেন্দ্রে পৌঁছান দেব।

5/8

বাইকে দেবের ভোটদর্শন

বাইকে থেকে বুথে ঢোকামাত্র দেবকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। 

6/8

বাইকে দেবের ভোটদর্শন

বুথের মধ্যে হুইলচেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা বলেন দেব।

7/8

বাইকে দেবের ভোটদর্শন

এমনকি প্রথম ভোটারদের সেলফির আবদারও মেটান।   

8/8

দেব বলেন, "যে অভিযোগ-ই আসছে, তা আমি ভালোবাসা দিয়ে সমাধানের চেষ্টা করছি।"