Dev-Prosenjit: পথ চলা শুরু করল দেবের ‘কাছের মানুষ’, মহরতে মুহূর্তবন্দি একরাশ আনন্দ

Feb 03, 2022, 16:52 PM IST
1/6

একফ্রেমে দেব-প্রসেনজিত-ইশা

Dev, Prosenjit, Isha's Film

নিজস্ব প্রতিবেদন: ‘কাছের মানুষ’ ছবির কাজ শুরু হল। ছবি পরিচালনায় পথিকৃৎ বসু (Pathikrit Basu)। দেব (Dev Entertainment Ventures) এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন দেব (Dev) ও প্রসেনজিত (Prosenjit Chatterjee)। 

2/6

ফ্রেমবন্দি স্টার-কাস্ট

Full Cast of the film

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেব লেখেন- আজ ‘কাছের মানুষ’ ছবির শুভ মহরৎ। দেখা হবে এই পুজোয় আপনাদের কাছের সিনেমাহলে। সুস্মিতা, পথিকৃৎ, ইশা, প্রসেনজিত এবং দেব, একফ্রেমে বন্দি হয়েছেন তাঁরা।

3/6

টিম ‘কাছের মানুষ’

Full Team of The film

কাছের মানুষের পুরো টিমের সঙ্গেও পরিচয় করান দেব। ছবির সিনেমাটোগ্রাফার মধুরা পালিত এই ছবি ভাগ করে নেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

4/6

পোস্টারে কাছের মানুষ

Kacher Manush Poster

এর আগে ‘কাছের মানুষ’ ছবির পোস্টারেই নজর কেড়েছিলেন প্রসেনজিত ও দেব, সেই থেকেই তৈরি হয় উৎসাহ ।

5/6

প্রসেনজিৎ-দেব জুটি

Prosenjit-Dev Duo

দেব-প্রসেনজিৎ জুটিকে বহুদিন থেকেই দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। কাছের মানুষ ছবিতে প্রসেনজিত ও তাঁর ফ্যানদের সেই আশাই পূরণ করবেন দেব।

6/6

শুভ মহরৎ

Maharaut of the Film

ক্ল্যাপস্টিকের ছবিও পোস্ট করেছেন তাঁরা সোশ্য়াল মিডিয়ায়। অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন পুরো টিমকে।