1/6
সরস্বতী পুজো ২০২২
নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই আরাধনা করা হয় বিদ্যার দেবী সরস্বতীর। মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথি দিনটি 'বসন্ত পঞ্চমী' নামেও পরিচিত। এই দিনে সকাল সকাল উঠে পড়ুয়াদের হলুদ মেখে স্নান করে হলুদ রঙের পোশাক পরে পুজোয় অংশ নিতে দেখা যায়। সরস্বতী পুজোর অঞ্জলিতেও দেখা যায় হলুদ-কমলা গাঁদার সমারোহ। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রংটা যেন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক-
2/6
বসন্ত পঞ্চমী তিথি ও শুভ সময়
photos
TRENDING NOW
3/6
বসন্ত পঞ্চমীতেই কেন সরস্বতী পুজো?
প্রচলিত বিশ্বাস, বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম। ভগবান বিষ্ণুর আদেশে পিতা ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছিলেন। কিন্তু ব্রহ্মা তাঁর সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। তখন ব্রহ্মা তাঁর কমন্ডুল থেকে একটি গাছে জল ছিটিয়ে দেন। গাছের উপর সেই জলের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই দেবী সরস্বতী আবির্ভূত হন। তাঁর এক হাতে ছিল বীণা। আর অন্য হাতে বই। তৃতীয় হাতে ছিল মালা। আর চতুর্থ হাতে ছিল বরদ মুদ্রা। তিনি-ই দেবী সরস্বতী।
4/6
সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক
5/6
হলুদ রংয়ের তাৎপর্য
6/6
প্রকৃতিও হলুদ
photos