1/6
শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি
2/6
অদ্বৈত আচার্য
photos
TRENDING NOW
3/6
ঠাকুরদালান
এই গোস্বামী বাড়ির প্রায় কয়েক শতাব্দী প্রাচীন একটি কৃষ্ণমূর্তি চুরি যায়। চিন্তিত হয়ে পড়েন পরিবারের সকলে। অনেক খোঁজাখুজির পর মূর্তি না পেয়ে বাড়ির মহিলারা শুরু করেন কাত্যায়নী ব্রত। ব্রত চলাকালীন তিনদিনের মাথায় স্বপ্নাদেশ মেলে শান্তিপুর থেকে খানিকটা দূরে নগরের মধ্যে রয়েছে এই মূর্তি। খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে উদ্ধার করেন মূর্তি।
4/6
ভগ্নদশা
5/6
পুজোবাড়ি
6/6
প্রাচীন
গোস্বামী বাড়ির সূত্রে জানা যায়, কোন পুঁথিগত নিয়মের বলে সেই সময়ে এই দুর্গাপুজো শুরু হয়নি। সম্পূর্ণ নিজস্ব ভাবনার মধ্যে দিয়েই এ বাড়ির পূর্বপুরুষ এই কাত্যায়নী দেবী দুর্গাপুজো শুরু করেছিলেন। পুজোর চারদিনে ৩৬ রকমের ভোগ দিয়ে পুজো দেওয়া হয় এখানে। বাড়ির দীক্ষিত মহিলারাই এই পুজোর সব আচার-অনুষ্ঠানে যুক্ত থাকেন।
photos