Devoleena Bhattacharjee: দেওরের প্রেমে পড়েছেন, সম্পর্কে সিলমোহর অভিনেতা দেবলীনা-বিশালের

Feb 02, 2022, 19:16 PM IST
1/5

সম্পর্কে সিলমোহর

In Love

নিজস্ব প্রতিবেদন: সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেতা দেবলীনা ভট্টাচার্য। বিশাল সিংয়ের সঙ্গে প্রেম করছেন অভিনেতা।  

2/5

সুখবর

good News

সম্প্রতি বিগ বসের ঘর থেকে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। করাতে হয় সার্জারিও। আপাতত বাড়িতেই আছেন নায়িকা। তার মাঝেই দেবলীনাকে প্রপোজ করেন তাঁর অনস্ক্রিন দেওর অভিনেতা বিশাল সিং।   

3/5

বিবাহ প্রস্তাব

Propose

একগুচ্ছ ফুল ও একটি আংটি নিয়ে দেবলীনার বাড়িতে হাজির হন বিশাল। সেখানেই হাঁটু গেড়ে নায়িয়কাকে প্রপোজ করেন বিশাল।   

4/5

একই ধারাবাহিকে

Vishal Singh

সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকে গোপীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন দেবলীনা। সেই ধারাবাহিকেই তাঁর দেওর হয়েছিলেন বিশাল।   

5/5

দেবলীনার মনের মানুষ

Loved one

বিগ বসের ঘরে থাকাকালীন দেবলীনার নাম জড়ায় প্রতীক সেহেজপাল ও অভিজিৎ বিচকুলের সঙ্গে। অবশেষে অভিনেতা নিজেই জানালেন তাঁর মনের মানুষের নাম।