Kalpataru Uthsav: 'আজ মা কাউকে ফেরান না', কল্পতরু উত্সবে থিকথিকে ভিড় দক্ষিণেশ্বরে, মানুষের ঢল কাশীপুর উদ্যানবাটিতে

Jan 01, 2024, 11:06 AM IST
1/5

বছরের প্রথম দিনই কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণদেব। দিনটিতে রামকৃষ্ণদেবকে স্মরণ করতে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরে মানুষের থিকথিকে ভিড়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

2/5

কাশীপুর উদ্যানবাটিতেই কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণদেব। বিশেষ এই দিনটিতে প্রতিটি জায়গায় চলছে বিশেষ পুজো, প্রার্থনা। কাশীপুর উদ্যানবাটিতে মানুষের ঢল। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/5

গতকাল রাত তিনটে থেকে কাশীপুর উদ্যানবাটিতে আসতে শুরু করেন ভক্তরা। ভেতরে মন্দিরের গর্ভগৃহ থেকে উদ্যানবাটির বাইরে দমকল কেন্দ্র পর্যন্ত মানুষের লাইন চলে গিয়েছে। ফলে বোঝাই যায় বর্ষবরণের যে হুল্লোড়ের সঙ্গে আমরা পরিচিত তার সঙ্গে রয়েছে উদ্যানবাটির ভক্তদের আবেগও। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/5

অন্যদিকে, একই ছবি দক্ষিণেশ্বরে। সকাল আটটাতেই মানুষের থিকথিকে ভিড় ভবতারিণীর মন্দিরে। এখানেও ভক্তরা এসেছেন ভোর রাত থেকেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ভিড়। -তথ্য-শুভদীপ চক্রবর্তী

5/5

দক্ষিণেশ্বরে আসা এক ভক্ত বললেন, আজকের দিনে মায়ের কাছে যা চাইব তাই পাব। গত ৩৩ বছর ধরে আসছি। যা চেয়েছি তাই পেয়েছি। মা কাউকে ফেরান না। -তথ্য-শুভদীপ চক্রবর্তী