বাংলাদেশের ঢাকা শহর বসবাসের অযোগ্য, বলছে আন্তর্জাতিক রিপোর্ট
Sep 05, 2019, 15:00 PM IST
1/5
বসবাসের অযোগ্য ঢাকা
যানজটের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দুর্নাম ছিল বটে। তবে ঢাকা নিয়ে এমন রিপোর্ট এর আগে প্রকাশ পায়নি। জানা যাচ্ছে, ঢাকা শহর বাসের অযোগ্য।
2/5
বসবাসের অযোগ্য ঢাকা
দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটে (ইআইইউ) একটি রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের এই প্রতিষ্ঠান দাবি করেছে, বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে রয়েছে ঢাকা।
photos
TRENDING NOW
3/5
বসবাসের অযোগ্য ঢাকা
পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছে তারা। বসবাসের অযোগ্য শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে দামাস্কাস। দ্বিতীয় স্থানে লাগোস। তিনেই রয়েছে ঢাকা।
4/5
বসবাসের অযোগ্য ঢাকা
যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির অবস্থাও নাকি ঢাকার থেকে ভাল। এমনটাই দাবি করেছে সেই প্রতিষ্ঠান। এমন একটি রিপোর্ট অবশ্য বাংলাদেশের মানুষের মন খারাপ করে দিতে পারে।
5/5
বসবাসের অযোগ্য ঢাকা
সব দিক থেকে সেরা শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভিয়েনা। দুইয়ে মেলবোর্ন। তিনে সিডনি। পাকিস্তানের করাচি শহরকেও বসবাসের অযোগ্য বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।