'সেকেন্ড হ্যান্ড' গাড়ি কিনলেন ধোনি! ভারতীয় সেনার ইতিহাসের সঙ্গে জড়িয়ে যার নাম

Oct 23, 2019, 19:40 PM IST
1/5

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পুরনো গাড়ি কিনলেন ধোনি

দু চাকা হোক বা চার চাকা, গাড়ির প্রতি ধোনির প্রেম নতুন কিছু নয়। আর এবার ধোনির গ্যারাজে শোভা পাবে আরও একটি নতুন গাড়ি। তবে এই গাড়ি ঠিক নতুন নয়। কারণ ধোনি একটি পুরনো গাড়ি কিনলেন এবার। 

2/5

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পুরনো গাড়ি কিনলেন ধোনি

এক পাঞ্জাবি ব্যক্তির কাছ থেকে নিসান জঙ্গা কিনলেন ধোনি। এই জঙ্গা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের সঙ্গে জড়িত। ধোনি যে মডিফায়েড জঙ্গা কিনেছেন তার দাম ছয় থেকে দশ লাখ টাকার মধ্যে। 

3/5

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পুরনো গাড়ি কিনলেন ধোনি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে জেএসসিএ স্টেডিয়ামে ধোনি গিয়েছিলেন জঙ্গা নিয়ে। ধোনিকে দেখতে ভিড় জমে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে। ভক্তরা ধোনি ধোনি রব তুলেছিলেন। 

4/5

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পুরনো গাড়ি কিনলেন ধোনি

১৯৬৩-৬৪ সালে ভারতীয় সেনার সশস্ত্রবাহিনীতে যুক্ত হয়েছিল জঙ্গা। পরবর্তীকালে এটি ভারতীয় সেনার আইকনিক গাড়ি হয়ে উঠেছিল। 

5/5

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পুরনো গাড়ি কিনলেন ধোনি

পার্বত্য অঞ্চলে চলাচলের জন্য জঙ্গা ছিল আদর্শ গাড়ি। অ্যাম্বুল্যান্স, রিকভারি ভেহিকেল, সিজনাল ভেহিকেল হিসাবে এই গাড়ি সেনাবাহিনীতে ব্যবহৃত হত। ১৯৯-এর পর এই গাড়ি উত্পাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এই গাড়ির স্থান নিয়ে নেয় জিমি সিরিজের মারুতি জিপসি।