ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল যুবরাজ সিংয়ের? যা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়...
Jun 12, 2019, 19:53 PM IST
1/5
যুবিকে নিয়ে যা বললনে সৌরভ
২০০০ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজ সিংয়ের। নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে। সেই ম্যাচে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি যুবি। তার পর কেটে গিয়েছে ১৯ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিং এখন এক নক্ষত্রের নাম।
2/5
যুবিকে নিয়ে যা বললনে সৌরভ
এক ওভারে ছয় ছক্কার মালিক। অসাধারণ ফিল্ডার। আক্রমণাত্মক ব্যাটসম্যান। বড় মঞ্চে জ্বলে ওঠার মতো তারকা। বিশ্বকাপের নায়ক। যুবরাজের পরিচয় দিতে গিয়ে কত কী-ই তো বলা যায়! সেই যুবরাজ সিং অবসর নিলেন অনাড়ম্বরে। একটা মাত্র সাদামাটা ঘোষণা ছাড়া যুবির বিদায়বেলায় বলার মতো আর কিছুই হল না।
photos
TRENDING NOW
3/5
যুবিকে নিয়ে যা বললনে সৌরভ
দেশ দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবরাজ সিংয়ের ভক্তরা আফসোস করছেন। একটা অন্তত ফেয়ারওয়েল ম্যাচ তো আয়োজন করাই য়েত প্রিয় তারকার জন্য! কিন্তু সেসব কিছুই হল না। আচ্ছা, যুবির প্রিয় ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় কী মনে করেন! যুবরাজের ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল?
4/5
যুবিকে নিয়ে যা বললনে সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ''আমি ফেয়ারওয়েল ম্যাচে বিশ্বাস করি না। একটা ফেয়ারওয়েল ম্যাচ না হলে যুবির অসাধারণ কেরিয়ারে কোনও প্রভাব পড়বে না। ও একজন ম্যাচ উইনার। ক্রিকেটার হিসাবে ওর সাফল্য অসাধারণ।''
5/5
যুবিকে নিয়ে যা বললনে সৌরভ
যুবরাজের সঙ্গে তাঁর অনেক স্মৃতি। সৌরভ বলছিলেন, ''ইংল্যান্ডে ওর এক ওভারে ছটা ছক্কা। ওটাই আমার কাছে যুবরাজের সেরা স্মৃতি।যুবরাজ একজন দারুণ ক্রিকেটার। ওর নিজেকে নিয়ে গর্ব করা উচিত।''