Diesel Price Hike Rs 25 per litre: লিটারে ২৫ টাকা বাড়ল ডিজেলের দাম, গ্রাহকদের মাথায় হাত!

কোথায় লিটার প্রতি কত দাম হল?

Mar 20, 2022, 23:42 PM IST
1/7

পাইকারি বাজারে লিটার প্রতি ডিজেলের দামবৃদ্ধি

 Diesel 1

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আঁচ পড়েছে আন্তর্জাতিক তেল মার্কেটে। এর ফলে এ দেশে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির (Prtrol-Diesel Price Hike) করছিলেন অনেকেই। সেই আশঙ্কাই সত্য়ি হল। ভারতের পাইকারি বাজারে লিটার প্রতি ২৫ টাকা বাড়ল ডিজেলের দাম (Diesel Price Hike)।

2/7

জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস

 Diesel 2

২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। 

3/7

পেট্রল-ডিজেলের দাম কমায় কেন্দ্র

 Diesel 3

প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়।   

4/7

একধাক্কায় আরও অনেকটা কমে দাম

 Diesel 4

এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। 

5/7

পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা

 Diesel 5

যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি।  

6/7

মুম্বইয়ে ডিজেলের দাম

 Diesel 6

তবে দুঃখের খবর এবার পাইকেরি বাজারে ২৫ টাকা বাড়ল ডিজেরে দাম (Diesel Price Hike)। পাইকারি গ্রাহকরা এখন মুম্বইতে লিটার প্রতি ডিজেল কিনছেন ১২২ টাকা ৫ পয়সা দিয়ে। যেখানে খুচরো বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৪ টাকা ১৪ পয়সাতে। 

7/7

দিল্লিতে ডিজেলের দাম

 Diesel 7

দিল্লিতে খুচরো বাজারে লিটার প্রতি ৮৬ টাকা ৬৭ পয়সায় বিক্রি হচ্ছে ডিজেল। পাইকারি বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১১৫ টাকায়।