Nowruz: ফুলরঙিন মৌমাছিরণিত নওরোজ! ইরানের সংস্কৃতিকে ছুঁল গুগল
নওরোজ' শব্দটি ফার্সি ভাষার। 'নও' শব্দের অর্থ 'নব' বা 'নতুন' এবং 'রোজ' শব্দের অর্থ 'দিন'। নওরোজ ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন।
রঙিন ফুলভার। সবুজ পল্লব, গুঞ্জনরত মৌমাছি। এই নিয়েই গুগল আঁকল তার আজকের ডুডল। কেন আঁকল? আঁকল নওরোজ উৎসবকে মনে রেখে। সেই উৎসবকে শ্রদ্ধা জানাল তারা। 'নওরোজ' শব্দটি ফার্সি ভাষার। 'নও' শব্দের অর্থ 'নব' বা 'নতুন' এবং 'রোজ' শব্দের অর্থ 'দিন'। নওরোজ ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন।
1/8
রঙিন ফুলভার, সবুজ পল্লব, গুঞ্জনরত মোমাছি
2/8
ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন
'নওরোজ' শব্দটি ফার্সি। 'নও' শব্দের অর্থ 'নব' বা 'নতুন' এবং 'রোজ' শব্দের অর্থ 'দিন'। নওরোজ ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন। এটি উদ্যাপিত হয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনার দ্বারা নির্ণীত মহাবিষুবের দিনে, যা সাধারণত ২১ মার্চ বা তার পূর্বাপর দিনে ঘটে। যেদিন সূর্যকিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে এসে পড়ে ও দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে প্রতিবছর জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে নির্ণয় করে সমস্ত ইরানি পরিবার একত্রিত হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে।
photos
TRENDING NOW
3/8
নববর্ষের শুভেচ্ছা
4/8
ইরানের সংস্কৃতি
5/8
গুগলের উদযাপন
6/8
ইরানি পুরাণ
7/8
সমৃদ্ধ ইতিহাস
8/8
কাজি নজরুল ইসলাম
'নওরোজ' শব্দটা শুনলেই বাঙালির হয়তো কাজি নজরুল ইসলামের কথা মনে পড়ে। তাঁর বিখ্যাত 'নওরোজ' কবিতায় নজরুল লিখেছিলেন 'রূপের সওদা কে করিবি তোরা আয় রে আয়,/নওরোজের এই মেলায়!' এ ছাড়াও 'নওরোজ' শব্দটি বারবার ফিরে ফিরে এসেছে নজরুলের কবিতায়। নজরুলের সাহিত্যে মুসলমানি সংস্কৃতির নানা অনুষঙ্গ নানা ভাবে উৎকীর্ণ থেকেছে।
photos