কোন দাগ তুলতে কোন কৌশল অব্যর্থ? জেনে নিন

| Mar 14, 2019, 17:36 PM IST
1/5

Stain

Stain

জামা-কাপড়ে তেলের দাগ সহজে তুলতে প্রথমে দাগের উপর বেবি পাউডার ছড়িয়ে দিন। তার পর টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিয়ে সেখানে সাবান লাগান। ফের একবার টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে তেলের দাগ। তার পর কাপড়টা কেচে নিন।

2/5

Stain

Stain

জামা-কাপড়ে কফির দাগ তুলতে প্রথমে সাদা ভিনিগার তুলোয় ভিজিয়ে দাগের উপর লাগিয়ে তার উপর আধা চামচ বেকিং সোডা ছড়িয়ে দিন। সোডা শুষে নিলে টুথব্রাশ ভিনিগারে ডুবিয়ে দাগের উপর হালকা করে ঘষে নিন। দেখবেন দাগ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। শেষে দাগ লাগা কাপড়টা ভাল করে ধুয়ে নিন।

3/5

Stain

Stain

গ্রিজের দাগ একবার কোথাও লাগলে, তা সহজে তোলা যায় না! তবে জামা-কাপড়ে লাগা গ্রিজের দাগ তোলারও উপায় আছে। দাগের উপরে প্রথমে কিছুটা নুন ছড়িয়ে দিন। দেখবেন, গ্রিজের দাগ নুন শুষে নিচ্ছে। এর পর হাত দিয়ে ঝেড়ে ফেলুন বাকি শুকনো নুন। ব্যস, দেখবেন দাগ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে।

4/5

Stain

Stain

জামা-কাপড়ে একবার রেড ওয়াইনের দাগ লাগলে তা তোলা বেশ কষ্টকর। তবে এ দাগও তোলার উপায় রয়েছে। জামা-কাপড়ে লাগা রেড ওয়াইনের দাগের উপর হোয়াইট ওয়াইন ঢেলে দিন। শুকিয়ে গেলে গোটা জামাটাই ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ গায়েব!

5/5

Stain

Stain

জামা-কাপড়ে টমেটো সস বা কেচাপের দাগ খুবই বিরক্তিকর ব্যাপার! এই ধরনের দাগ তুলতে প্রথমে সাদা ভিনিগার তুলোয় ভিজিয়ে দাগের উপরে হালকা করে ঘষে নিয়ে সেখানে সাবান লাগান। এ বার জামা কেচে নিলেই দাগ সহজে উঠে যাবে।