CORONA-কে ভুলে যাবেন না, 'Mask' পরতে অনীহা হলে ট্রাই করতে পারেন অন্য ধরণের মুখবন্ধনী

Apr 03, 2021, 17:07 PM IST
1/9

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা, বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অসাবধানতার কারণেই করোনা বাড়ছে। করোনার ভ্যাকসিন এসেছে ঠিকই কিন্তু করোনার বিপদ এখনও বিদায় নেয় নি। তাই করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেবেন না। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন আর মাস্ক পরুন। WHO ( World Health Organization) মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক পরতে অনেকেরই খারাপ লাগে, তবে বাজারে এত নতুন ধরণের সুন্দর দেখতে মাস্ক দেখলে আপনারও পরতে ইচ্ছে করবে। দেখে নিন বিভিন্ন ধরণের মাস্ক।

2/9

বন্দনা মাস্ক:  ত্রিভুজাকৃতি কিংবা চতুর্ভুজের আদলের মত দেখতে হয় এই মাস্ক। বড়  কাপড়েকে ভাজ করে এই মাস্ক বানানো যায়। বাজারে বড় কাপড়ের রুমাল পাওয়া যায়, সেই রুমাল কিনে ভাজ করে এই ধরণের মাস্ক বানিয়ে পাওয়া যায়।

3/9

বাড়িতে তৈরি মাস্ক: এই ধরণের মাস্ক সাধরণত  সুতির হয়, অনেকেই যারা সেলাই করতে পারেন তারা সুতির কাপড় দিয়ে এরকম মাস্ক বানিয়ে পরতে পারেন। বাজারে হাতে তৈরি রং বেরং-এর সুতির মাস্ক পাওয়া যায়। 

4/9

 টি-শার্ট মাস্ক: এই ধরণের মাস্ক সাধারণত গেঞ্জির হয়, গেঞ্জির মাস্ক নামেই বাজারে এই মাস্ক পাওয়া যায়। এই মাস্ক খুব বেশি কার্যকর যে এমনটা নয় তবে খুব আরামদায়ক।

5/9

সুতির কাপড়ের মাস্ক: পুরোপুরি সুতির তৈরি এই মাস্ক, ৮০% - ৯৫% জীবাণুর হাত থেকে রক্ষা করে এই মাস্ক। ২টো লেয়ারের খুব পাতলা এই মাস্ক। যে কোনও মাস্কের দোকানেই এই ধরণের মাস্ক পাওয়া যায়।

6/9

ফিলটার সুতির মাস্ক: সিন্থেটিক কাপড়ের কিংবা পলিয়েস্টার কাপড়ের ২ লেয়ারের হয় এই মাস্ক। তবে এই মাস্কের ভাজে একটি ফিলটার টিস্যু দেওয়া থাকে, যা রোজ বদলানো যাবে। ৩৫% - ৭০% জীবাণুর হাত থেকে রক্ষা করে এই মাস্ক। ওষুধের দোকান কিংবা অনলাইনে পাওয়া যাবে এই ধরণের মাস্ক।   

7/9

ডিসপোসেবল থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক: করোনা শুরুর পরে এই ধরণের মাস্ক সাধারণত সব জায়গায় পাওয়া যায়। তবে এই ধরণের মাস্ক একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। কিন্তু এই ধরণের মাস্ক অনেকেই  এক বারের বেশি ব্য়বহার করেন যা মোটেই স্বাস্থ্যকর নয়।

8/9

 কোণ স্টাইল মাস্ক: এই ধরণের মাস্ক নাক ও মুখ পুরোপুরি ঢেকে রাখে, মাস্ক আটকে রাখার জন্য নাকের কাছে মেটল থাকে। 

9/9

N95, KN95 মাস্ক: করোনার হাত থেকে রক্ষা পেতে যে-কোনও অন্য মাস্কের থেকে N95 বা KN95 মাস্ক অনেক বেশি কার্যকর, এই ধরণের মাস্ক সুতির ও ডিসপোসেবল হয়। যে কোনও ওষুধের দোকানে এই ধরণের মাস্ক পেয়ে যাবেন।