দিঘা সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে 'পেজা বরফ'? চরিত্র বদলানোয় ভাবাচ্ছে গবেষকদের

May 16, 2020, 10:01 AM IST
1/5

দিঘায় রাতের জোয়ারে সমুদ্রের অস্বাভাবিক চরিত্র বদল। যা আগে কখনই দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। অজস্র বরফের চাঁইয়ের মতো ফ্যানা দেখা যাচ্ছে ঢেউয়ের ওপর। ফ্যানার অংশ হাওয়ায় ভেসে মেরিন ড্রাইভ পর্যন্ত চলে যাচ্ছে।

2/5

ছোট্ট বেশ কিছূ বরফের বলের মতো অংশ ছিটকে আসছিল তটে, যা কিছু সময়ের মধ্যেই ফের জলে মিশে যাচ্ছিল। সমুদ্রের গর্জনও শোনাচ্ছিল অন্যরকম

3/5

গার্ডওয়ালের ওপর ফ্যানা জমতে জমতে অনেকটা পেজা তুলোর মতো দেখাচ্ছিল, যা স্বাভাবিকভাবেই দিঘার সমুদ্রের চরিত্রের ব্যতিক্রমী

4/5

সঙ্গে ছিল গা জুড়িয়ে দেওয়ার মতো ঠান্ডা হাওয়া, একেবারেই অন্য পরিবেশ। এই দৃশ্য আগে কখনই দিধায় দেখা যায়নি, বলছেন স্থানীয়রা

5/5

কেন হঠাত্ এমন হল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে অনেকে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় আমফানের আগমনের বার্তা এটাই!