আমফানের আস্ফালনে ফুঁসছে দিঘার সমুদ্র, সুনসান সৈকত, দেখুন সকাল ১১টার ছবি

May 19, 2020, 12:31 PM IST
1/8

প্রীতম দে : আরও  অগ্রসর হল আমফান। দিঘা থেকে এখন আমফানের অবস্থান ৬৩০ কিলোমিটার দূরে। (ছবি- অয়ন ঘোষাল)

2/8

শেষ ৬ ঘণ্টায় ১৪ থেকে ১৫ কিমি বেগে এগোচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। উপগ্রহ চিত্রের পর্যবক্ষেণ বলছে, আমফানের গতিমুখ এখনও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলার দিকে। 

3/8

এই মুহূর্তে আমফান পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি, দিঘা থেকে ৬৫০ কিমি ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০কিমি দূরে অবস্থান করছে। (ছবি- অয়ন ঘোষাল)

4/8

সর্বশেষ আপডেট অনুযায়ী, আছড়ে পড়ার সময় আমফানের সর্বোচ্চ গতিবেগ কিছুটা কমতে পারে। (ছবি- অয়ন ঘোষাল)

5/8

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটার হতে পারে আমফানের গতিবেগ।(ছবি- অয়ন ঘোষাল)

6/8

আমফানের সতর্কতায় ইতিমধ্যেই দিঘা সৈকতে টহল দিচ্ছে NDRF টিম। মাইকিং করে সতর্ক করা হচ্ছে সবাইকে। (ছবি- অয়ন ঘোষাল)

7/8

একে করোনার জেরে লকডাউন, তার উপর আমফানের চোখরাঙানি, কার্যত জনমানবহীনের চেহারা নিয়েছে দিঘা। অজানা আতঙ্কে থম মেরে রয়েছে চারদিকে। (ছবি- অয়ন ঘোষাল)

8/8

আমফান যত এগোচ্ছে, ততই সমুদ্র তার রূপ বদলাচ্ছে। বেড়ে গিয়েছে সমুদ্রের গর্জন। ফুঁসতে শুরু করেছে সমুদ্র। (ছবি- অয়ন ঘোষাল)