মাটি মাফিয়াদের গ্যাংওয়ারে খুন তৃণমূল বিধায়ক, অভিযোগ দিলীপের

Feb 09, 2019, 22:14 PM IST
1/5

তৃণমূল বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের পর পর বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। নদিয়া জেলায় দলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের অভিযোগ, একশো শতাংশ বিজেপির হাত রয়েছে। লোকসভা ভোটে ফিনিশ হওয়ার আগে শেষ খেলা খেলছে বিজেপি। মুকুল রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছে বিজেপি। 

2/5

জি ২৪ ঘণ্টাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, খুনের মাস্টারকে পর্যবেক্ষক করেছে তৃণমূল। সব জায়গাতেই বিজেপির নাম নিচ্ছে, অথচ দেখা যায় তৃণমূলের লোক জড়িত। চ্যালেঞ্জ করছি, সিবিআই তদন্ত করে দেখাক। জয়নগরে বিধায়কের উপরে হামলার ঘটনাতেও বিজেপির দিকে আঙুল তুলেছিল। কয়েকজনকে গ্রেফতারির পর গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তৃণমূলের বাড়িতে আগুন লেগেছে, কেউ বাঁচবে না''।

3/5

দিলীপের অভিযোগ, মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে ওখানে। এই ভদ্রলোকই একজনকে ট্র্যাক্টর চাপা দিতে চেয়েছিলেন। তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। হিংসার আগুন লাগাচ্ছে তৃণমূলই। দলেক চেয়ারম্যান, বিধায়ককেও বাঁচাতে পারছে না শাসক দল।

4/5

দিলীপের দাবি, মাটি বিক্রি নিয়ে ওখানে বিবাদ চলছিল। মাটি মাফিয়ার গ্যাংওয়ারেই খুন হয়েছেন বিধায়ক। 

5/5

অনুব্রতর অভিযোগের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতির দাবি, খুনের পাণ্ডাই হলেন অনুব্রত মণ্ডল। ওখানে তো বিজেপির কোনও নেতাই নেই। সিবিআই তদন্ত করান। পাপেই ধ্বংস হবে তৃণমূল।