অয়ন ঘোষাল: আজ রাজ্যের বিজয়া সম্মিলনী। বিকেলে ইকো পার্ক সংলগ্ন ব্যাঙ্কোয়েট হলে শিল্পপতি ও বিশিষ্টদের সঙ্গে বিজয়া সম্মিলনী মুখ্যমন্ত্রীর। আগামিকাল উত্তীর্ণতে তৃণমূলের বিজয়া সম্মিলনী। তার আগেই সকালে দিলীপের পাল্টা বিজয়া সম্মিলনী। দক্ষিণ ভারতীয় খাবারের সম্ভার। তাক লাগিয়ে দিলেন মেনুতে...
2/7
দিলীপ ঘোষ
ঝিলপাড়ে বসল দক্ষিণ ভারতীয় কুইজিনের লাইভ কাউন্টার। ইকোপার্কে মর্নিংওয়াকে আসা মানুষকে কার্যত ডেকে ডেকে এনে খেতে বসানো হল। আর অবশ্যই ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে আসা দলীয় কর্মীরা। বাদ গেলেন না গাড়ি চালক এবং নিরাপত্তায় মোতায়েন আধা সেনা জওয়ানরাও।
photos
TRENDING NOW
3/7
দিলীপ ঘোষ
মেনুতে ছিল- চানা বাতুরা, প্লেন ধোসা, মশলা ধোসা, উত্তপম, ইডলি, সাদা বড়া, দই বড়া। সবটাই তৈরি হল ঝিলপাড়ে। মাত্র আধ ঘন্টার মধ্যে তৈরি করে হয়েছে অস্থায়ী লাইভ কাউন্টারে। পাশের বন্ধ থাকা একটি রেস্তরাঁ থেকে চেয়ার টেবিল এনে সাজিয়ে ফেললেন কর্মীরাই। ব্যস, পাত বেড়ে খাওয়া আর দেদার আড্ডা।
4/7
দিলীপ ঘোষ
তবে এসবের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী লোকদেখানো।
5/7
দিলীপ ঘোষ
তিনি বলেন, 'বিকেলে যেটা হবে, সেটা লোক দেখানো। ওটা মিডিয়া দেখাবে। সবাই দেখবে। সাধারণ মানুষের যেখানে সম্মান নেই, তাদের সঙ্গে যেখানে সম্পর্ক নেই, সেখানে লোক দেখানো এই সব করে লাভ নেই। এসব ক্ষেত্রে মানুষ নিজেকে উপেক্ষিত মনে করে।'
6/7
দিলীপ ঘোষ
কিন্তু তাই বলে দক্ষিণ ভারতীয় খাবারের সম্ভার কেন? উত্তরে দিলীপ বাবু বললেন, 'আন্দামানে আট বছর ছিলাম। আবার আমি খড়গপুরের বিধায়ক। দুই জায়গাতেই দক্ষিণ ভারতীয় খাবারের আধিপত্য বেশি। দক্ষিণ ভারতীয় খাবার সহজ পাচ্য এবং সুস্বাদু।'
7/7
দিলীপ ঘোষ
তাহলে কি বিজয়া সম্মিলনী নির্বাচনী জন সংযোগ? গেরুয়া শিবির সেই জন্যই জায়গায় জায়গায় বিজয়া সম্মিলনীর আয়োজন করছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। বিজেপি নেতার মন্তব্য, 'তার কোনও মানে নেই। অনেকে আজ বৃষ্টির জন্য আসেননি। রবিবার আবার করব।'