অটল আবেগ ধরে রেখে গঙ্গাসাগরে চিতাভস্ম ভাসাল রাজ্য বিজেপি

Aug 24, 2018, 21:45 PM IST
1/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_11

অঞ্জন রায়: অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম শুক্রবার ভাসানো হল গঙ্গাসাগরে।

2/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_10

রাতের পর সকাল। একইভাবে অটুট রইল অটল আবেগ। অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস রওনা দেয় বৃহস্পতিবার।

3/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_9

অটল আবেগে মানুষের উন্মাদনা দেখে স্বস্তি বিজেপি নেতৃত্বের। 

4/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_8

কলকাতার অলিগলি-রাজপথে মানুষের ভিড় দেখে উচ্ছাস প্রকাশ করেন স্মৃতি ইরানিও। 

5/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_7

গঙ্গাসাগরে অস্থি বিসর্জনের মূহুর্তেও মানুষের ভিড় বজায় রইল পুরোদমে। 

6/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_6

অস্থি বিসর্জনের সময় রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। যা দেখে কার্যত আপ্লুত দিলীপ ঘোষ। 

7/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_5

সকাল সাড়ে আটটা নাগাদ কপিলমুনির আশ্রমে সম্পন্ন হয় যজ্ঞ। অংশ নেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। 

8/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_4

তারপর অস্থিকলস মাথায় নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা করেন বিজেপি নেতারা। 

9/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_3

অস্থি বিসর্জনের পর সাগরে যেন মেলা ভাঙার চিত্র।

10/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_2

বুধবার নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে চিতাভস্মের কলস নেন দলের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।

11/11

অটলের চিতাভস্ম বিসর্জন।

Atal_1

রাজনৈতিক মহলের মতে, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জুড়ে থাকা আবেগকেই কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির। তাতে আপাতত অনেকটাই সফল বিজেপি নেতৃত্ব।