1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
দিন কয়েক আগে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিমল গুরুং। দ্বিতীয় দফায় ১৮ দার্জিলিংয়ে ভোট। লোকসভা ভোটে অমর সিং রাইকে দার্জিলিং আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিনয় তামাং, অনিক থাপা জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেকেই সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাহাড়ের রাজনীতিতে কামব্যাক করার মরিয়া চেষ্টায় বিমল গুরুং ও রোশন গিরিরা।
5/6
দার্জিলিঙে বিমল গুরুংকে ছাড়া জেতা সম্ভব নয় বলেই মনে করছে বিজেপি। আর সে কারণে ভোটের আগে গুরুংকে পাহাড়ে আনা হতে পারে বলে ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''গোর্খা জনমুক্তি মোর্চা সংসদে লিড দিয়েছিল। আইনি কারণে বাইরে ওনাকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে কেস চলছে। গুরুং সেখানকার নেতা। জোর করে কাউকে নেতা বানানো যায় না। সমতলের গোর্খারা বিজেপির সঙ্গে থাকবে। হিংসা ও অস্থিরতার রাজনীতি হচ্ছে''।
6/6
photos