'জগন্নাথ দেশি ঠাকুর, বিদেশি জিনিস গ্রহণ করেন না', পুজো দিয়ে বললেন দিলীপ

Jun 23, 2020, 15:04 PM IST
1/5

Dilip Ghosh offers puja

Dilip Ghosh offers puja

অঞ্জন রায় : প্রশাসনের বারণ। তাই এবার রথ টানলেন না দিলীপ ঘোষ। তবে প্রতিবছর যেখানে রথ টানতে আসেন, এবারও সেই বাগবাজার হনুমান মন্দিরে এলেন বিজেপি রাজ্য সভাপতি। পুজো দিলেন। 

2/5

Dilip Ghosh offers puja

Dilip Ghosh offers puja

হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, "রথ টানলাম না। ‌পুজো দিলাম। জগন্নাথ একেবারে দেশীয় ঠাকুর । কোনও বিদেশি জিনিস গ্ৰহণ করেন না । তাই তাঁকে পুজো দিয়ে দেশের এই পরিস্থিতিতে লড়তে চাই।" 

3/5

Dilip Ghosh offers puja

Dilip Ghosh offers puja

বাগবাজার হনুমান মন্দির ছাড়াও এদিন কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরেও পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি। 

4/5

Dilip Ghosh offers puja

Dilip Ghosh offers puja

ঢাকেশ্বরী মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয়।   

5/5

Dilip Ghosh offers puja

Dilip Ghosh offers puja

বিষয়গুলো দেখবেন বলে মন্দির কর্তৃপক্ষকে আশ্বাস দেন তিনি।