কাগজের কাপে নিয়মিত চা পান করেন? অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন জানেন!

Nov 08, 2020, 22:52 PM IST
1/5

কাগজের কাপে নিয়মিত চা পান করেন নাকি! তা হলে আজই সাবধান হয়ে যান। কারণ এই অভ্যেস আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে।  

2/5

সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, প্লাস্টিকের কাপে কেউ রোজ দিনে তিনবার চা পান করলে তাঁর শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।  

3/5

আইআইটি খড়গপুরে হওয়া এই গবেষণায় জানা গিয়েছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। সেই কাপে চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।  

4/5

সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে।

5/5

তিনি আরও বলেন, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে খাওয়া উচিত নয়।