'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

Jun 09, 2018, 19:21 PM IST
1/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 7

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

সারাদিন শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও মাধ্যমিকে বেশ ভালোই ফল করেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ 'রানি রাসমণি' দ্বিতিপ্রিয়া রায়। তাই তার ভালো ফলের সেলিব্রেশন হল শ্যুটিং সেটেই।

2/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 6

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

কেক কেটে 'রানি রাসমণি'র শ্যুটিং সেটে হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন।  তার ভালো ফলের জন্য তাঁকে এই উপহার দিয়েছেন 'রানি রাসমণি' ধারাবাহিকের টেকনিশিয়ানসরা।

3/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 5

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

শুধু কেক কেটে সেলিব্রেশনই নয়, মিলেছে চকোলেট, পেন গিফট।

4/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 4

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন ‘রানি’

5/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 3

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

ইংরেজিতে লেটার, পেয়েছেন। ভূগোলে মাত্র ৮ নম্বরের জন্য লেটারটা হাতছাড়া হয়েছে অর্থাত ৭২ পেয়েছেন তিনি। আর জীবন বিজ্ঞানে পেয়েছেন ৭০। বাদ বাকি প্রায় সব বিষয়েই ৬০-এর উপরে নম্বর পেয়েছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। 

6/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 2

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

গণিতটা একটু খারাপ হয়েছে বলেও অকপট পর্দার দ্বিতিপ্রিয়া।

7/7

Ditipriya Roy celebrates for good result at Rani Rashmoni shooting set 1

'রানি রাসমণি'র শ্যুটিং সেটেই হল দ্বিতিপ্রিয়ার ভালো ফলের সেলিব্রেশন

শুটিং করছেন রাতে, পরের দিন আবার পরীক্ষা দিতে যাচ্ছেন। এরকমই ছিল শিডিউল। শুধু তাই নয়, পড়ার জন্য শুধু রাতটুকুই সময় পেতেন বলে জানান দিতিপ্রিয়া। তাঁর কথায়, সেটের সবাই জানেন, তিনি কীভাবে পরীক্ষা দিয়েছেন। আর তাই ‘রানি’-র মাধ্যমিকের ফল দেখে উচ্ছ্বসিত তাঁরা।