'ঘুরে বেড়ান, সিনেমা করুন, আমরাও দেখব', সায়নীর জামিনে টিপ্পনী বিজেপির

Nov 22, 2021, 19:24 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : "ফিরে আসুন, খান-দান, ঘুরে বেড়ান, সিনেমা করুন। আমরাও সিনেমা দেখব।" আদালতে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের জামিন মঞ্জুরের পর এভাবেই টিপ্পনী কাটল রাজ্য বিজেপি।  

2/5

জোরে গাড়ি চালিয়ে মানুষ মারার চেষ্টার অভিযোগে রবিবার সন্ধ্যায় সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিস। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

3/5

আজ সায়নী ঘোষকে আদালতে পেশ করা হলে ২ দিনের হেফাজতে চায় ত্রিপুরা পুলিস। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। মঞ্জুর করে যুব তৃণমূল সভানেত্রীর জামিনের আর্জি।   

4/5

প্রসঙ্গত, সায়নী ঘোষের মুক্তি নিশ্চিত করতে এদিন কলকাতা থেকে আইনজীবীদের নিয়ে আগরতলা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে আদালতে নিয়ে যাওয়া হয় সায়নীকে। সন্ধ্যায় সায়নী ঘোষের জামিন মঞ্জুর হয়।

5/5

আদালতের সিদ্ধান্তকে অবশ্যকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। বিজেপির কথায়, "আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। অপরাধ করলে শাস্তি হবে। না করলে হবে না।" এরপরই অভিনেত্রীকে টিপ্পনী কেটে পরামর্শ দেয় বিজেপি নেতৃত্ব।