Jalpaiguri: তলপেটের যন্ত্রণায় ছটফট করছিলেন যুবক, অস্ত্রোপচারে বেরিয়ে এল ৫০০ গ্রাম ওজনের পাথর!

Sep 21, 2022, 19:11 PM IST
1/5

বহুদিন তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন জলপাইগুড়ির মোহিতনগর এলাকার বাসিন্দা অনন্ত শিকদার। একসময় হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন।

2/5

বহু ডাক্তার দেখিয়েও কোনও ফল হয়নি। চিকিত্সার জন্য শেষপর্যন্ত হাজির হন জলপাইগুড়ির সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁরা পরীক্ষা করে দেখেন অনন্ত-র মূত্রথলিতে পাথর হয়েছে।

3/5

হাসপাতালের সার্জারি বিভাগে অনন্তর অস্ত্রোপচার হয়। মূত্র থলিতে ছুরি চালিয়ে চোখ কপালে উঠল চিকিত্সকদের। সেখান থেকে বেরিয়ে এল প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি পাথর।

4/5

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর মূত্র থলিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল এই পাথরটি। চিকিৎসার পরিভাষায় এটিকে cystotomy বলা হয়। স্টোন ইন ইউরিন ব্লাডার। 

5/5

রোগীকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপ্রচার করা হয়। প্রায় ৫০০ গ্রাম ওজনের এই পাথর কেটে বের করে আনার ফলে এখন সুস্থ রয়েছেন রোগী।