প্রথমেই সটান মাথায় জল ঢেলে স্নান করলে বিপদ আসন্ন, মৃত্যু পর্যন্ত হতে পারে

Dec 30, 2020, 17:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: স্নান করার নির্দিষ্ট পক্রিয়া রয়েছে। অনেকেই এ বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয়। আর তাতেই ঘটে বিপদ। স্নানে ঢুকে প্রথমেই যদি মাথায় জল ঢালেন, তাহলে সেটাই করছেন মারাত্মক ভুল। অনেক বিজ্ঞানী গবেষণায় দেখেছেন যে স্নানের সময় প্রথমে মাথায় জল ঢাললে অনেক রোগ হতে পারে।

2/5

স্নানের সময় প্রথমে পায়ে জল ঢালতে হয়। তারপর ধীরে ধীরে উপরের দিকে জল ঢালতে হবে। যখন আপনার পুরো ভিজে যাবে তখন মাথায় জল ঢালুন।   

3/5

প্রথমত, স্নানের সময় মাথায় প্রথম জল ঢাললে রক্ত চলাচলে সমস্যা শুরু হয়। যত বয়স বাড়তে থাকে সেই সমস্যা আরও বাড়তে থাকে। 

4/5

মাথায় রক্ত ​​প্রবাহকে হ্রাস পেতে থাকে যা বড়সড় রোগের কারণ হতে পারে। যত দিন যাবে  হতাশা অবসাদ ঘিরে ধরতে শুরু করবে তাদের। 

5/5

উদাহরণস্বরূপ, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যা কম হয় কারণ পুরুষরা প্রতিদিন তাদের মাথা ধুয়ে ফেলে এবং মহিলারা চুল বড় রাখার কারণে সপ্তাহে একবার বা দু'বার মাথা ধুয়ে থাকেন।