Who is Anshul Kamboj? অতীতে পেরেছেন মাত্র দু'জন! এবার করে দেখালেন হরিয়ানার পেসার, শুক্রে লেখা হল ইতিহাস...
Who is Anshul Kamboj To Create Ranji Trophy: আবার খবরের শিরোনামে অনশুল কম্বোজ। একের পর এক নজির গড়লেন তিনি।
1/6
কে অনশুল কম্বোজ?
সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে নজির গড়ার দু'মাসের মধ্য়ে রঞ্জি ট্রফিতে ইতিহাস। ফের চর্চায় হরিয়ানার ২৩ বছরের প্রতিভাবান জোরে বোলার অনশুল কম্বোজে। শুক্রবার লাহলির, চৌধুরী বাঁশি লাল ক্রিকেট স্টেডিয়ামে, অনশুল কেরালার বিরুদ্ধে এক ইনিংসে একাই তুলে নিলেন ১০ উইকেট! ৪৯ রান দিয়ে 'পারফেক্ট টেন' তাঁর। অনশুল আগুনে খেলার তৃতীয় দিনে হরিয়ানা ২৯১ রানে গুটিয়ে দিল কেরালাকে।
2/6
রঞ্জি ট্রফিতে অনশুল কী ইতিহাস লিখলেন?
ঐতিহ্য়বাহী প্রথম শ্রেণির টুর্নামেন্টে এর আগে মাত্র ২ জন ক্রিকেটার এক ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছেন। প্রেমাংশু চট্টোপাধ্য়ায় বাংলার হয়ে অসমের বিরুদ্ধে ১৯৫৬-৫৭ সালে ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর ১৯৮৫-৮৬ সালে প্রদীপ সুন্দরম রাজস্থানের হয়ে বিদর্ভের বিরুদ্ধে ৪৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর অনশুলের সুবাদে লেখা হল এই ইতিহাস।
photos
TRENDING NOW
3/6
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকা
4/6
অনশুল কম্বোজ আইপিএল অভিষেক
5/6
অনশুল কম্বোজ 'ইন্ডিয়া এ'
6/6
অনশুল কম্বোজের দলীপ ইতিহাস
photos