Howrah: লাইনচ্যুত হাওড়াগামী লোকাল, ব্যাহত পরিষেবা

Dec 06, 2023, 13:41 PM IST
1/5

লাইনচ্যুত লোকাল

Local train derail

দেবব্রত ঘোষ: অফিস টাইমে বেলাইন লোকাল ট্রেন। হাওড়া টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত বাগনান থেকে হাওড়াগামী লোকাল (৩৮২০২)।   

2/5

লাইনচ্যুত লোকাল

Local train derail

হাওড়া স্টেশনে ঢোকার কিছুটা আগে ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনের ৫ নম্বর বগিটি লাইনচ্যুত হয়।  

3/5

লাইনচ্যুত লোকাল

Local train derail

এরপর ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে ঝুঁকি নিয়ে রেললাইন ধরেই পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসেন।   

4/5

লাইনচ্যুত লোকাল

Local train derail

এই ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দুর্ঘটনার জেরে এই লাইন ট্রেনের পরিষেবা কিছুটা ব্যাহত হয়।   

5/5

লাইনচ্যুত লোকাল

Local train derail

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। দ্রুত লাইন থেকে লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু করেন।