নিকাশি পাইপ ফেটে বিপত্তি, জলে ভাসছে আরজি কর হাসপাতাল

Nov 23, 2020, 13:34 PM IST
1/5

আরজি কর হাসপাতালে প্রসুতি বিভাগ, সার্জারি বিভাগ , অ্যানাটমি, কার্ডিওলজি এবং প্রশাসনিক ভবনের রাস্তায় গতকাল সকাল থেকে থই থই জল।   

2/5

জল বেড়েই চলেছে। হাসপাতাল সূত্রে খবর, লেডিজ হোস্টেলের পিছনে পুরসভা জলের পাইপ লাইন ফেটেই এই বিপত্তি।   

3/5

পাশেই পুরসভার নিকাশি জলের আউটলেট রয়েছে। দুই জল মিলেমিশে একাকার।   

4/5

জমা জলে ভাসছে আবর্জনা। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তার পরিবার।

5/5

জল ডিঙিয়েই যাতাযাত করতে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারকে