এক নজরে Dream11; IPL-এর নতুন স্পনসরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি

Aug 19, 2020, 11:04 AM IST
1/5

টাটা গ্রুপ, জিও -র মতো সংস্থাকে টেক্কা দিয়ে আমিরশাহিতে আইপিএল-এর টাইটেল স্পনসর হল ফ্যান্টাসি অ্যাপ Dream11।

2/5

২০০৮ সালে মুম্বাইয়ে তৈরি হয়েছিল ড্রিম ইলেভেন। তৈরি করেছিলেন দুই ভারতীয় ব্যবসায়ী হর্ষ জৈন এবং ভাবিশ শেঠ। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য ফান্টাসি স্পোর্টস চালু  ২০১২ সালে।

3/5

সংস্থার এক কর্তা জানিয়েছেন, অনলাইন গেমিং ভারতের দ্রুত জনপ্রিয় হয়েছে। ভবিষ্যতে বাজার আরও বাড়বে। আইপিএল ব্যাপারটাকে অন্যমাত্রা দেবে ড্রিম ১১।

4/5

ড্রিম ১১- এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি। আর সেটাও সংস্থার পক্ষে বেশ ইতিবাচক বলে মনে করছেন তারা।

5/5

খেলার দুনিয়ার সঙ্গে যোগাযোগ অনেকদিন ধরেই ড্রিম ইলেভেন এর। ২০১৮ সালে আইসিসি-র ফ্যান্টাসি গেম পার্টনার হয় ড্রিম ইলেভেন। ২০১৯ সালে আইপিএলে কো-স্পনসর হিসেবে চার বছরের জন্য চুক্তি হয়। এছাড়া প্রো-কাবাডি লিগ, বিগ ব্যাশ, মেয়েদের বিগ ব্যাশের কো-স্পনসর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএসএল-এর সরকারি ফ্যান্টাসি পার্টনার ড্রিম ইলেভেন।