Bengal Weather Update: বাংলায় ভরপুর শীতের আমেজে এখনই ১৬ ডিগ্রি! জাঁকিয়ে শীত কবে থেকে?

Bengal Winter Update: আর 'শীতকাল কবে আসবে বলে' হা-পিত্যেশ করতে হবে না বাঙালিকে। শীত এবার এসে পড়ল বলে।

| Nov 14, 2024, 19:35 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন বৃহস্পতিবার সন্ধ্যার আবহাওয়ার আপডেট। কী জানা গেল? জানা গেল শীত বিষয়ক সমস্ত জরুরি আপডেট। কবে থেকে শীত পড়তে শুরু করবে, কতটা ঠান্ডা এবার পড়বে--ইত্যাদি। 

1/6

উত্তুরে হাওয়া

পশ্চিমি ঝঞ্ঝা প্যাসেজ পাওয়ায় উত্তুরে হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও সিস্টেম না থাকায় হাওয়াবদলের সম্ভাবনা কম। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

নভেম্বরে নয়

আগামী এক সপ্তাহে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শীতের আমেজ এলেও জাঁকিয়ে শীত নভেম্বরে নয়। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/6

শীতের আমেজ

ধীরে ধীরে নামবে পারদ। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে চলে যাবে। উইকেন্ডে হাওয়াবদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

ঘন কুয়াশায় ঢাকা

সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটারও ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে। তবে দিনভর পরিষ্কার আকাশ। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

বৃষ্টি?

রাজ্যে এখন বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ, বৃহস্পতিবার ও রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। (তথ্য: অয়ন ঘোষাল)

6/6

এখনই ১৬!

বাংলায় শীত কিন্তু পড়তে শুরু করেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে! ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম শ্রীনিকেতন পানাগড়। (তথ্য: অয়ন ঘোষাল)