Droho Carnival: বৃষ্টি উপেক্ষা করেই 'দ্রোহের কার্নিভাল' বর্ধমান শহরেও!

Oct 15, 2024, 18:26 PM IST
1/7

পার্থ চৌধুরী: বর্ধমানেও দ্রোহের কার্নিভাল! তখন বৃষ্টি নেমেছে শহরে। স্রেফ কলেজের জুনিয়র ডাক্তাররাই নন, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই কার্নিভালে অংশ নিলেন বর্ধমান মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিত্‍সক ও প্রাক্তনীরাও। ছিলেন অন্য়ন্য ক্ষেত্রে বিশিষ্ট মানুষরাও। 

2/7

পুজোর মধ্য়েও চলেছে জুনিয়রদের আন্দোলন, অনশন। আজ, মঙ্গলবার কলকাতার রেড রোডে যখন পুজো কার্নিভাল অনুষ্ঠিত হল, তখন  পাল্টা কর্মসূচি পালন করলেন সিনিয়র ডাক্তাররা। নাম, দ্রোহের কার্নিভাল।

3/7

এই  'দ্রোহের কার্নিভাল'-এর ছাড়পত্র দিতে অবশ্য় রাজি ছিল না পুলিস।  সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, কোনওভাবেই পুজো কার্নিভালের দিন ওই কর্মসূচি করতে পারবেন না সিনিয়র চিকিৎসকরা।   

4/7

 ডাক্তারদের ই মেল করে মুখ্যসচিবও অনুরোধ করেছিলেন, রেড রোডে পুজোর কার্নিভালের দিন রানি রাসমনি রোডে 'দ্রোহের কার্নিভাল' করবেন না।

5/7

 নিজেদের অবস্থানে অনড় ছিলেন চিকিত্‍সকরা। আজ, মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য  ১৬৩ ধারা জারির বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিস। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। 

6/7

কলকাতা পুলিসের ১৬৩ ধারা জারি নির্দেশিকা খারিজ।  রানি রাসমণি রোডে 'দ্রোহের কার্নিভাল'-এর অনুমতি দেয় হাইকোর্ট। 

7/7

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর ফটক হয়ে কার্জনগেট চত্বর। কলকাতার মতোই দ্রোহের কার্নিভাল বের হয় বর্ধমান শহরেও।