ছিনতাই-এর সময় হাতেনাতে পাকড়াও ২, ডাকাত দলের সঙ্গেও যোগ ধৃতদের

Oct 31, 2020, 16:05 PM IST
1/5

বিহারের কুখ্যাত বাইক চোর ধৃত নিউটাউনে। ছিনতাই করার সময় হাতে নাতে ধৃত দুই। বাজেয়াপ্ত একটি বাইক। ছিনতাই করার সময় দুজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিস।

2/5

আজ তাদের বারাসাত কোর্টে তোলা হয়। পুলিস সূত্রে খবর ,গতকাল রাতে নিউটাউন কনভেনশন সেন্টারের সামনে বাইকে করে দুজন দাঁড়িয়ে ছিল। এক মহিলার মোবাইল ছিনতাইয়ের জন্য এগোতেই পাকড়াও।  

3/5

সেই সময় টহলদারী পুলিসের সন্দেহ হওয়াতে তাদের ধরা হয়। জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা ছিনতাইয়ের জন্যই জড়ো হয়েছিল। এর পাশাপাশি তারা পুরনো একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া দলের সঙ্গেও যুক্ত রয়েছে।  

4/5

গ্রেফতার হওয়া বিক্রম কুমার শর্মার নামে বিহারে একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে।সেই কথাও স্বীকার করে বিক্রম।  

5/5

ধৃত দুই ব্যক্তির নাম বিক্রম কুমার শর্মা (বাগুইআটি) ও সুজাউদ্দিন সাহাজিদ (বারাসাত)। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে।