1/6
করোনা পরিস্থিতিতে Cash Less Transaction
2/6
Online Transactionএর সৌজন্যেই বেড়েছে E-walletএর রমরমাও
photos
TRENDING NOW
3/6
E-walletএর মাধ্যমেই Fixed Deposit খুলতে পারবেন গ্রাহকরা
4/6
প্রথমে ১ বছরের জন্য Fixed Deposit করা যাবে
জানা গিয়েছে, প্রথমে বিষয়টি ছোট করেই ভাবা হয়েছে, ১ বছরের জন্য Fixed Deposit করা যাবে। এই কারণেই ছোট ফিনান্স ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে গুগল। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট বর্তমানে ৬.৩৫%। কত টাকা কত সময়ের জন্য রাখছেন, তার উপরেই নির্ভর করছে, Fixed Depositএর মেয়াদ শেষ হলে অতিরিক্ত কত অর্থ পাওয়া যাবে।
5/6
সুবিধা মতো টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেওয়া যাবে
প্রথমে ফোনে গুগল পে অ্যাপটি থাকতে হবে। আধার কার্ড-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করে দিতে হবে। verification এর জন্য ফোনে OTP আসবে। সেটি বসানোর পরই নিজের সুবিধা মতো টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেওয়া যাবে। বছর শেষে অতিরিক্ত টাকা হাতে পাওয়া যাবে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ও হল, যাঁদের সময় নেই তাঁদের ব্যাংকে দৌড়াদৌড়ি কিংবা ব্যাংকিং অ্যাপ ঘাঁটাঘাঁটিরও প্রয়োজন হল না।
6/6
ইতিমধ্যেই এই পরিষেবার টেস্টিং ভার্সান চালু হয়ে গিয়েছে
ইতিমধ্যেই এই পরিষেবার টেস্টিং ভার্সান চালু হয়ে গিয়েছে। ৭-২৯ দিন, ৩০-৪৫ দিন, ৪৬-৯০ দিন, ৯০-১৮০ দিন, ১৮১-৩৬৪ দিন এবং ৩৬৫ দিন- এর মধ্যে যে কোনও একটি অপশন বেছে নেওয়া যাবে টাকা জমানোর জন্য। ইন্টারেস্ট রেট শুরু ৩.৫০ শতাংশ থেকে। সাধারণের জন্য কবে থেকে চালু হবে এই পরিষেবা? সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু না জানালেও সব ঠিকঠাক থাকলে শীঘ্রই এই সুবিধা পেতে চলেছে গ্রাহকরা, এমনটাই জানা গিয়েছে।
photos