নতুন বছরের প্রথম দিনেই বিপর্যয়! তীব্র ভূমিকম্পে জারি সুনামি-সতর্কতা...

Earthquake in Japan | Tsunami Warning: সোমবার জাপানের মাটি কেঁপে উঠল তীব্র ভাবে। ভূকম্পের জেরে জাপানের আবহাওয়া দফতর সুনামি-সতর্কতাও জারি করেছে!

| Jan 01, 2024, 14:20 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭.৪ মাত্রার ভূকম্প! প্রাথমিক ভাবে এটুকুই ভয়ংকর। এই মাত্রার কম্পন অনুভূত হল জাপানে। আজ, সোমবার উত্তর-মধ্য জাপানের মাটি কেঁপে উঠল তীব্র ভাবে। এই ভূকম্পের জেরে জাপানের আবহাওয়া দফতর সুনামি-সতর্কতা জারি করেছে। 

1/7

বর্ষবরণের পরেই

গতকাল রাত ১২টার পরেই বর্ষবরণে নেচে উঠেছিল গোটা বিশ্ব। কিন্তু পরদিন, আজ সকালেই মনখারাপের খবর। 

2/7

কেঁপে উঠল মাটি

কেঁপে উঠল জাপানের মাটি। তীব্র মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.৪। 

3/7

সুনামি-সতর্কতা

জাপানের আবহাওয়া দফতর এর জেরে সুনামি-সতর্কতা জারি করেছে। 

4/7

উপকূলে

ইশিকাওয়া, নিগাতা, টয়্যামা প্রিফেকচারের উপকূল-অঞ্চলের জন্য বিশেষ করে এই সতর্কতা জারি করা হয়েছে। 

5/7

নিউক্লিয়ার প্ল্যান্টে

হকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়ছে, তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলিতে কোনও ক্ষয়ক্ষতি ঘটেছে কিনা তা দেখছে।

6/7

সুনামিঢেউ

এদিকে জাপানের উপকূল-অঞ্চলে সুনামির ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

7/7

৩০০ কিমির মধ্যে

এপিসেন্টারের ৩০০ কিমির মধ্যে একটু বিশ্রী ধরনের সুনামির আশঙ্কাই করা হয়েছে।