Earth's Core: বড় বিপদ? পৃথিবীর পেটের অজানা রহস্যের জেরে ক্রমশ বদলে যাচ্ছে দিন...

Earth's Core: এই সমস্যাকে কি মহাজাগতিক বলা চলে? এই মহা জগতের সমস্যা তো বটেই। পৃথিবীর পেটের সমস্যার কারণে প্রভাব পড়ছে এই গ্রহের ঘূর্ণনে।

| Jul 08, 2024, 16:16 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সমস্যাকে কি মহাজাগতিক বলা চলে? এই মহা জগতের সমস্যা তো বটেই। পৃথিবীর পেটের সমস্যার কারণে প্রভাব পড়ছে এই গ্রহের ঘূর্ণনে। এই ধরনের কিছু যে ঘটতে পারে তা প্রথম ধরা পড়েছিল ১৯৭০ সালে। তারপর থেকেই বিষয়টির উপর নজর রেখে চলেছেন বিশ্বজোড়া বিজ্ঞানীরা। 

1/6

'আর্থস কোর'

কী জানা গিয়েছিল? জানা গিয়েছে পৃথিবীর পেট, যেটাকে 'আর্থস কোর' বলে, সেখানে পরিবর্তন ঘটতেই পারে। 

2/6

'কোরে' কল্লোল

আর এখন কী জানা গেল? অতি সম্প্রতি 'আর্থস কোরে' বদল ঘটেছে!

3/6

পেটের তরল

কী বদল? পৃথিবীর পেটের ভিতরে তরল আছে। সেটা সব সময় ঘোরে। সেই ঘোরায় বদল এসেছে।

4/6

ঘূর্ণনে বদল?

কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন-- ঠিক বদলটা কী? ওই ঘূর্ণন কি থেমে গিয়েছে? দ্রুত গতির হয়েছে? না, এর গতি কমেছে?

5/6

ধাতুর লাট্টু

বিজ্ঞানীরা শুধু এটুকু বলতে পেরেছেন ,লাট্টুর মতো ধাতব একটা বল পৃথিবীর পেটের ভিতর নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। কোন দিকে, কত গতিতে কিছুই বলা যাচ্ছে না। 

6/6

ভূকম্প

আর এই ঘূর্ণনের কারণেই আর্থকোয়েকের একটা আশঙ্কা থেকে যাচ্ছে।