HMPV in Maharashtra: ভারতেও থাবা বসিয়েছে HMPV! রাজ্যে-রাজ্যে বাড়ছে সংক্রমণ! এবার সন্দেহের তালিকায়...

HMPV in Maharashtra: কেরালা কর্ণাটকের পরে এবার মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাগপুরে মিলেছে HMPV-র সংক্রমণ। দুটি কেস মিলল এখানে।

| Jan 07, 2025, 20:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালা কর্ণাটকের পরে মহারাষ্ট্র। নাগপুরে HMPV-র সংক্রমণ। দুটি কেস মিলল এখানে। প্রসঙ্গত, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে জরুরি বৈঠক হয়ে গেল চিনে দৌরাত্ম্য করা নতুন ভাইরাস (HMPV) নিয়ে। নতুন বছর পড়তে না পড়তেই শিয়রে দেখা গিয়েছে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র চোখরাঙানি।

1/6

হিউম্যান মেটানিউমো ভাইরাস

চিনে হিউম্যান মেটানিউমোভাইরাসের (HMPV) সংক্রমণ নিয়ে আতঙ্কের সৃষ্টি হলেও ভারতে এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় পরিবার  স্বাস্থ্য মন্ত্রক। এখনও হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র কোনও ঘটনা ঘটেনি ভারতে!

2/6

সতর্কতা

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry on Human Metapneumovirus) তরফে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, 'হু'-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। ওই বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতে এর সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি।

3/6

কেরালায়

তবে ভারতে সতর্কতাগ্রহণ কোথাও কোথাও শুরুও হয়ে গিয়েছে। শনিবারই সকালের দিকে জানা গিয়েছিল, 'হিউম্যান মেটানিউমো ভাইরাসে' বা এইচএমপিভি (hmpv)-র সঙ্গে লড়ার জন্য বিভিন্ন রাজ্য নিজের মতো করে ভাবতে শুরু করেছে। যেমন, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেরালবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। 

4/6

পরামর্শ

কেরালার স্বাস্থ্যমন্ত্রী (Kerala health minister) বয়স্ক মানুষ এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন। বলেছেন, চিনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। তবে, সতর্ক হতে তো দোষ নেই! সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন তাঁদের, অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন। বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই, বলেছেন এমন কথাও।

5/6

এবার নাগপুরে

কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যেই এইচএমপিভি-র সংক্রমণ ধরা পড়েছে। এবার মহারাষ্ট্রের নাগপুরেও। 

6/6

জ্বর, কাশি

মহারাষ্ট্রের নাগপুরে দুই শিশু এইচএমপিভি-র সংক্রমণের কবলে পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। একটি শিশুর বয়স ৭, অন্যজন, একটু বড়-- ১৩! এদের দুজনেরই জ্বর হয়েছে, কাশি আছে। সেসব দেখেই এদের এইচএমপিভি টেস্ট করা হয়।