ছবি : মে-র মধ্যেই ফুলবাগান পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, স্টেশন পরিদর্শন করলেন আধিকারিকরা

Feb 26, 2020, 18:31 PM IST
1/9

শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : মে মাসের মধ্যেই ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

2/9

সেই ডেডলাইন মাথায় রেখে আজ ফুলবাগান স্টেশন পরিদর্শন করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার ও কেএমআরসিএল-এর জিএম।  

3/9

পরিষেবা চালুর বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিতে ইতিমধ্যেই রেলের সেফটি কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে রেল।

4/9

কমিশনারের পর্যবেক্ষণের পরই চালু হবে পরিষেবা। উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে প্রথম মাটির নীচের স্টেশন ফুলবাগান।  

5/9

মেট্রোয় আত্মহত্যা রুখতে রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর।

6/9

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম পর্যায়ের পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলছে ট্রেন।  

7/9

অন্যদিকে এদিন স্টেশন পরিদর্শনের সময় জিএম-এর কথায় উঠে এল, কলকাতা মেট্রোতেও করোনা ভাইরাসের প্রভাবের কথা!  

8/9

শুনে অবাক হলেন নিশ্চয়ই? না আতঙ্কের কোনও কারণ নেই।

9/9

জিএম জানান, "চিন থেকে মেট্রোর বেশকিছু নতুন ট্রেন এসেছে। সেগুলি পরীক্ষামূলকভাবে চালানোর জন্য চিন থেকে বিশেষজ্ঞদের আসার কথা ছিল। কিন্তু তাঁরা আসতে পারছেন না।"