মোদীর ২০ লক্ষ কোটির ঘোষণাকেও ছাপিয়ে গেল নির্মলার হিসেব!
May 17, 2020, 15:18 PM IST
1/7
1
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকা খরচ হবে বিভিন্ন ধরনের শিল্প, স্বাস্থ্য, মনরেগা সহ বিভিন্ন খাতে। বিরোধীরা নিশানা করেছিল, ওই প্যাকেজ আসলে ফাঁকা আওয়াজ ভেতরে কিছু নেই। তারই হিসেব দিল কেন্দ্র।
2/7
2
২০ লাখ কোটি টাকার প্যাকেজ বলা হলেও এর মোট অঙ্ক ২০,৯৭,০৫৩ কোটি টাকা। অর্থাত্ প্রায় ১ লাখ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।
photos
TRENDING NOW
3/7
3
প্রথম ধাপে করোনা শুরু হতেই বরাদ্দ করা হয়েছিল, ১,৯২,৮০০ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতে ১৫,০০০ কোটি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ১,৭০,০০০ কোটি, ট্যাক্স ছাড়ের জন্য ক্ষতি ৭৮০০ কোটি।