গেহলট-সচিন সংকটে এমনিতে তপ্ত রাজস্থান। আর তার মধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনিভাবে রাসায়নিক সার রপ্তানিতে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে চিরুনি তল্লাশি চালায় ইডি।
2/5
গত ২০১৭ সালে নভেম্বরে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে বিজেপি। সেখানে বলা হয়, ২০০৭-২০০৯ সালে কেন্দ্রে কংগ্রেস থাকাকালীন ভর্তুকিতে প্রাপ্ত রাসায়নিক সার বিদেশে রপ্তানি করে অগ্রসেনের সংস্থা। এই মিউরেট অব পটাশ বিদেশে রপ্তানি করা আইনবিরুদ্ধ।
photos
TRENDING NOW
3/5
শুধু তাঁর বাড়িই নয়, রাজ্য ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর সম্পত্তি তল্লাশি করে ইডি।
4/5
ভারতে কেবলমাত্র ইন্ডিয়ান পটাশ লিমিটেডের মিউরেট অব পটাশ আমদানির অধিকার রয়েছে। সেটা ভর্তুকি দিয়ে কৃষকদের দেওয়া হয়।
5/5
এই রাসায়নিক সার নিয়ে দুর্নীতির প্রথম পর্দাফাঁস হয় ২০১২-১৩ সালে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের তদন্তে। যদিও অগ্রসেনের বক্তব্য, "তাঁর থেকে কিনে কিছু মধ্যস্ততাকারীদের সেটা কৃষকদের বিক্রি করার কথা ছিল। কিন্তু, সেটা উল্টে তাঁরা বিদেশে রফতানি করে।"