লাইসেন্স ছিল না ফুটবলার সালার দুর্ঘটনাগ্রস্থ বিমানের, তদন্তে উঠে এল আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য

| Feb 27, 2019, 16:27 PM IST
1/5

সালার বিমানের লাইসেন্স ছিল না

সালার বিমানের লাইসেন্স ছিল না

নান্তেস থেকে কার্ডিফ সিটির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। সেই অভিশপ্ত বিমানে। কার্ডিফ সিটির হয়ে আর খেলা হয়নি আর্জেন্টিনার ফুটবলার এমিলিয়ানো সালার। ইংলিশ চ্যানেলে পার করার সময় ভেঙে পড়ে সেই বিমান। মারা যান সালা ও তাঁর পাইলট।

2/5

সালার বিমানের লাইসেন্স ছিল না

সালার বিমানের লাইসেন্স ছিল না

ব্রিটিশ তদন্তকারী সংস্থা চাঞ্চল্যকর তথ্য দিল এবার। তারা জানাল, দুর্ঘটনাগ্রস্থ সেই বিমানের  কমার্শিয়াল লাইসেন্স ছিল না। যদিও বিমান দুর্ঘটনার তদন্তকারী শাখার তরফে জানানো হয়েছে, এমিলিয়ানো ব্যক্তিগত বিমান হিসেবে সেটি ভাড়া করেছিলেন।

3/5

সালার বিমানের লাইসেন্স ছিল না

সালার বিমানের লাইসেন্স ছিল না

১৯৮৪ সালে পাইপার পিএ-৪৬ বিমানে সেদিন যাত্রা করছিলেন সালা। সেই বিমানের রেজিস্ট্রেশন ছিল আমেরিকার। এখনও পর্যন্ত পাইলটের লগবুক ও লাইসেন্স  উদ্ধার হয়নি। ফলে তদন্তকারীরা নিশ্চিত হতে পারছেন না যে সেই পাইলটের রাতে বিমান ওড়ানোর অনুমতি ছিল কি না!

4/5

সালার বিমানের লাইসেন্স ছিল না

সালার বিমানের লাইসেন্স ছিল না

সন্ধে সাতটা নাগাদ নন্তেস থেকে বিমানে রওনা হন সালা। ৭.৫৮ মিনিট থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল লক্ষ্য করে, বিমানটি র‍্যাডারে নির্ধারিত উচ্চতার থেকে অনেকটা নিচ দিয়ে যাচ্ছিল। তখনই পাইলটের কাছে জানতে চাওয়া হয়, বিমানের মিটার ঠিকঠাক চলছে কি না!

5/5

সালার বিমানের লাইসেন্স ছিল না

সালার বিমানের লাইসেন্স ছিল না

আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ব্রিটিশ তদন্তকারী সংস্থা। বলা হয়েছে, যে সময় বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খুব খারাপ ছিল। এমনকী, প্রবল বৃষ্টিও হচ্ছিল সেই সময়। সেদিন ৮.০৮ ও ৮.১২ মিনিট নাগাদ পর দুই বার জরুরি অবতরণের অনুমতি চান বিমান চালক। এর পরই এটিসি-র রাডারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।