পারদ নামলেও এখনই শীত ঢুকছে না রাজ্যে, অপেক্ষা আর কতদিনের?

Nov 29, 2020, 10:01 AM IST
1/5

২৪ ঘণ্টায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার তাপমাত্রা ১৬.৬। কাল ছিল ১৮.৬। তবে এখনই জাঁকিয়ে শীত নয়।   

2/5

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেটি তৈরি হতে আরও ২৪ ঘণ্টা সময় লাগবে।   

3/5

এর গতি প্রকৃতি বলে দেবে, উত্তর ভারতের শীতল হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশে কোনও বাধা আসবে কিনা।   

4/5

যদি বাধা না আসে, তাহলে কাল ও পরশু সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে। তবে কোনওভাবেই এই সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে না।   

5/5

তাই শীতের আমেজ বা আবহ তৈরি হলেও, জাঁকিয়ে শীতের জন্য কলকাতা ও রাজ্যবাসীকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।