চরবৃত্তির দুর্নাম ঘোচাতে লেগেছে ২৪ বছর, অবশেষে পদ্মভূষণ ইসরো-র প্রাক্তন এই বিজ্ঞানীকে
Jan 26, 2019, 15:30 PM IST
1/5
S 5
টানা ২৪ বছর লড়াই করতে হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। শেষ পর্যন্ত তা করেই ছেড়েছেন। এতদিন পরে সেই ঘায়ে কিছুটা প্রলেপ দিল সরকার। পদ্ম সম্মান পেলেন নাম্বি নারায়ণন।
2/5
S 4
চর বৃত্তির অভিযোগ চাকরি গিয়েছিল ইসরো-র বিজ্ঞানী নাম্বি নারায়ণনের। অভিয়োগ ছিল দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বহু গোপন তথ্য তিনি বিদেশে পাচার করেছেন। সেই থেকে লড়াই শুরু।
photos
TRENDING NOW
3/5
S 3
প্রায় আড়াই দশক পর গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট রায় দেয় ফাঁসানো হয়েছিল নাম্বিকে। ততদিনে অবশ্য তিনি কুখ্যাত হিসেবে বিখ্যাত হয়েগিয়েছেন।
এতবড় এক ধাক্কার পর কী বললেন নাম্বি? সংবাদমাধ্যমে ইসরো-র প্রাক্তন এই বিজ্ঞানী বলেন, এই খেতাব পেয়ে অবশ্যই খুশি। চরবৃত্তির অভিযোগ ছিল আমার বিরুদ্ধে। সেভাবে দেখতে গেলে আমি আগেই অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিলাম। দেশের প্রতি আমার অবদানের মূল্য এই খেতাব।