সুশান্তের অ্যাকাউন্ট থেকে লাগাম ছাড়া খরচ রিয়ার, উঠে এল অবাক করা তথ্য

Aug 28, 2020, 16:00 PM IST
1/6

সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ১০১১৯৭২৫৯১। আর এই অ্যাকাউন্ট থেকেই লাগাম ছাড়া খরচ করে গিয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের ব্যাঙ্ক ডিটেলস থেকে জানা যাচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ টাকা প্রথমে কোয়ান ট্যালেন্ট কোম্পানির অ্যাকউন্টে দেওয়া হয়েছিল। এরপর ২৭ লক্ষ টাকা কোয়ান ট্যালেন্ট কোম্পানির অ্যাকাউন্ট থেকে রিয়ার অ্যাকউন্টে পাঠানো হয়। যার জন্য HDFC-র অ্যাকাউন্ট নম্বর ০৩৫৮৭১০০০০২৭৫১৮ ব্যবহার করা হয়েছিল।

2/6

থমাস কুক ট্রাভেল কোম্পানিকে ইউরোপ ট্যুরের জন্য প্রায় ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই সফরে সুশান্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও গিয়েছিলেন। যদিও ট্যুরের পুরো খরচ সুশান্তের অ্যাকাউন্ট থেকেই হয়েছিল।

3/6

২০১৯ এর ২ মে থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওয়াটারস্টোন রিসর্টে থাকার জন্য সুশান্ত-রিয়ার থাকার জন্য ৩৪ লক্ষ ৭১ হাজার টাকা খরচ হয়েছিল। যেটি হয়েছিল সুশান্তের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

4/6

থমাস কুক ট্রাভেল কোম্পানিকে ইউরোপ ট্যুরের জন্য প্রায় ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই সফরে সুশান্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও গিয়েছিলেন। যদিও ট্যুরের পুরো খরচ সুশান্তের অ্যাকাউন্ট থেকেই হয়েছিল।

5/6

২০১৯-এর ৩ জুলাই থেকে ২১ অগস্ট সুশান্তের অ্যাকাউন্ট থেকে পূজা পাঠের জন্য ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করা হয়।

6/6

 রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তোলার পরিবর্তে নিজের পরিবারের ছোট ছোট সমস্ত খরচ সুশান্তের কোটাক মাহিন্দ্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতেন। যে অ্যাকাউন্ট নম্বরটি হল ১০১১৯৭২৫৯১। ২০১৯-এর ৪ জুলাই জুতো কিনতে ৬,৮০০ টাকা খরচ হয়েছিল। ২০১৯-এর ১১ জুলাই মেডিক্যাল বিল বাবদ ৯৪ হাজার টাকা ব্যয় হয়েছিল। ২০১৯-এর ২৬ অগস্ট গোয়া ট্রিপের জন্য ৩০ হাজার টাকা ব্যায় হয়েছিল। ২৯ অগস্ট শৌভিকের বিজনেজ ক্লাসের টিকিটের জন্য ২৫ হাজার টাকা ব্যায় হয়। শৌভিক চক্রবর্তীর হোটেল খরচের জন্য ৪ লক্ষ ৭২ হাজার টাকা খরচ হয়। শৌভিকের টিউশন ফি হিসাবে ৪০০০ হাজার টাকা খরচ হয়। রিয়া এক ট্রাভেল এজেন্টকে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা দেন। রিয়ার জামাকাপড় কেনার জন্যও খরচ হয়েছিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে।