Bird Flu H5N1 Pandemic: মারণ হার ৫০ শতাংশ, কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারী আসছে....?

Apr 05, 2024, 17:52 PM IST
1/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা!

2/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন নিয়ে আলোচনা করতে গিয়ে এমন আশঙ্কার কথা-ই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 

3/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু-র এই স্ট্রেইনের মারণ ক্ষমতা কোভিডের কয়েকশো গুণ বেশি। মারণ হার ৫০ শতাংশ। 

4/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

যার ফলে বিশ্বজুড়ে কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা। 

5/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

পিটসবার্গের বিশিষ্ট বার্ড ফ্লু বিশেষজ্ঞ ড. সুরেশ কুচিপুড়ি সতর্ক করেছেন, এই H5N1 ফ্লু মানুষ সহ ব্যাপক সংখ্যায় স্তন্যপায়ীদের সংক্রামিত করতে পারে।  

6/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

তিনি আরও বলেন, এটা এমন কোনও ভাইরাস নয় যার সংক্রমণ এখনও শুরু হয়নি। বরং বিশ্বজুড়ে এই ভাইরাস বর্তমান। 

7/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

এই ভাইরাসের জেরে সংক্রমণ শুরুও হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এই ভাইরাসে সংক্রামিত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ৫২ জনেরই মৃত্যু হয়েছে। 

8/8

বার্ড ফ্লু-এ ভয়ংকর মহামারী!

Bird Flu Pandemic

WHO-এর তথ্য অনুযায়ী, ৮৮৭ জন বার্ড ফ্লু আক্রান্তের মধ্যে ৪৬২ জনই প্রাণ হারিয়েছেন।