একদা-'শিয়ালদ্বীপ' থেকে অধুনা রেলস্টেশন সেজে উঠছে নতুন করে! জেনে নিন কী কী পরিবর্তন...
Sealdah Railway Station: একদা 'শিয়ালদ্বীপ' বলে পরিচিত বেলেঘাটার নিকটস্থ এই ডাঙা-প্রতিম অঞ্চলটুকু পরে লোকমুখে 'শিয়ালদহ' বলে খ্যাত হয়। সেই নামেই পরবর্তী কালে রেলস্টেশন হয়। 'শিয়ালদহ' স্টেশন যেন কলকাতার প্রবেশপথ, যেন এ-কল্লোলিনীর গেটওয়ে, যেন এ-শহরের দরজা। এবার সেই স্টেশনে আসছে বড় পরিবর্তন।
অয়ন ঘোষাল: এ এমন এক রেলওয়ে স্টেশন যার সঙ্গে শহরের তথা রাজ্যের তথা দেশের নানা ইতিহাস জড়িত। তবে শিয়ালদহ স্টেশন মানেই যেন দেশভাগের স্মৃতি-সত্তা। কত কাহিনিতে, কত সিনেমায় উঠে এসেছে এই স্টেশনের বর্ণনা, দৃশ্য। একদা 'শিয়ালদ্বীপ' বলে পরিচিত বেলেঘাটার নিকটস্থ এই ডাঙা-প্রতিম অঞ্চলটুকু পরে লোকমুখে 'শিয়ালদহ' বলে পরিচিত হয়। সেই নামেই পরবর্তী কালে সেখানে তৈরি হয়ে ওঠে রেলস্টেশন। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)
1/8
মেইন সেকশনে
'শিয়ালদহ' স্টেশন যেন কলকাতার প্রবেশপথ, যেন কল্লোলিনীর গেটওয়ে, যেন শহরের দরজা। সারা দিন ধরে লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এবার অতি গুরুত্বপূর্ণ সেই স্টেশনে আসছে পরিবর্তন। কী পরিবর্তন? সেটাই তো প্রশ্ন! শিয়ালদহ মেইন সেকশন প্ল্যাটফর্মের একটা বড় অংশ দেখা যাচ্ছে টিনের ব্যারিকেড দিয়ে ঘেরা। ভিতরে কী কাজ হচ্ছে? (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)
2/8
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
photos
TRENDING NOW
3/8
৮-এর বদলে ১২
4/8
প্ল্যাটফর্ম কেটে ফেলা
5/8
এক্সটেনশন
8/8
১২ কামরার ট্রেন
photos