পুরুষ সঙ্গীর সংস্পর্শে না এসেই গর্ভবতী এই মাছ, বিজ্ঞানীরাও অবাক
Jan 23, 2021, 13:37 PM IST
1/8
প্রকৃতির সমস্ত রহস্যের উন্মোচন কী আমরা করতে পেরেছি? একেবারেই নয়। প্রকৃতিকে বোঝা মানুষের পক্ষে কখনওই হয়তো সম্ভব হবে না। আর সেটা আরও একবার প্রমাণ করে দিল বিরল প্রজাতির এই Ray Fish.
2/8
নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি খবর বিজ্ঞানীদেরও অবাক করেছে। কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছে Ray Fish.
photos
TRENDING NOW
3/8
বিজ্ঞানীরা জানিয়েছেন, দুবছর ধরে সেই Ray Fish গুলি কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শে আসেনি। তবুও তারা মা হয়েছে। কী করে সম্ভব! বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তির ভিত্তিতে তর্ক-বিতর্ক করছেন।
4/8
দুটি মাছ পুরুষ সঙ্গী ছাড়াই মা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি মাছ ঈগল রে প্রজাতির।
5/8
অকল্যান্ডে একটি অ্যাকোয়ারিয়াম-এ ওই দুটি মাছকে রাখা হয়েছিল। দুটি মাছ দুটি করে বাচ্চার জন্ম দিয়েছে।
6/8
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, শেষবার পুরুষ সঙ্গীর সঙ্গে মিলনের পর তারা শরীরে স্পার্ম সঞ্চয় করে রেখেছিল। তবে এই থিওরি ঠিক নয় বলে দাবি করেছেন আরেক দল বিজ্ঞানী।
7/8
নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্চ-এর কর্মী এডেল ডিউটিলয় জানিয়েছেন, ব্যাপারটা পার্টিনাংগনেসিস হতে পারে। অর্থাত্, একই মাছে শরীরে পুরুষ ও স্ত্রী, দুই লিঙ্গের বৈশিষ্ট্য বর্তমান।
8/8
এমন ঘটনা অবশ্য প্রথমবার লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এমনিতে ঈগল রে প্রজাতির মাছ আক্রমণাত্মক হয়।