মেয়েরাই কেন কার্তিক পুজো করতে এত আগ্রহী হয়, জানেন?
Lord Kartikeya: ভারতীয় সংস্কৃতিতে কার্তিকের নানা অভিমুখ, নানা পরত। আবার গোটা ভারতের সঙ্গে বাংলার কার্তিক পুজোর ঐতিহ্যও ঠিক যেন মেলে না। এখানে কার্তিককে নিয়ে যেন একটু মজা করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সংস্কৃতিতে কার্তিকের নানা অভিমুখ, নানা পরত। আবার গোটা ভারতের সঙ্গে বাংলার কার্তিক পুজোর ঐতিহ্যও ঠিক যেন মেলে না। এখানে কার্তিককে নিয়ে যেন একটু মজা করা হয়। পুত্রকামনায় পুজো করা হয়। অথচ, বাকি-ভারতে কুমারী মেয়েদের মধ্যেই মূলত কার্তিকপুজোর চল। কার্তিকের মতো সুরূপ সুন্দর স্বামী কামনা করে মেয়েরা পুজো করেন দেবসেনাপতি কার্তিকেয়কে।
1/6
ছ'মুখের দেবতা
2/6
মুরুগান
photos
TRENDING NOW
3/6
শিবের গুরু
জানেন, কার্তিক শিবের গুরু হয়েছিলেন? কার্তিক একবার শিবকে 'ওঁ' এর অর্থ জিগ্যেস করলেন। শিব বলতে পারলেন না। কার্তিক বললেন, আমি জানি, আমি আপনাকে বলতে পারি। শিব জানতে চাইলে কার্তিক শর্ত দিলেন, বললেন, আগে আমাকে গুরুপদে বরণ করুন, একমাত্র তা হলেই আমি আপনাকে 'ওঁ' এর অর্থ বলব। অগত্যা শিব কার্তিককে নিজের মাথার উপর বসিয়ে নেন, তখন কার্তিক শিবের কানে-কানে 'ওঁ' এর অর্থ বলেন। তা দেখে পার্বতী কার্তিককে বলেন, তুমি হলে আমার নাথের (শিবের) স্বামী (গুরু); ফলে, তোমার নাম হল স্বামীনাথন।
4/6
কার্তিকের বিয়ে
5/6
কার্তিকের আরাধনা
6/6
দেবসেনাপতি
photos